প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে আওয়ামী লীগ এমপির মামলা

প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে আওয়ামী লীগ এমপির মামলা

প্রথম আলো, কালের কণ্ঠ এবং ডেইলি সান পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে তিনটি ফৌজদারি মামলাসহ মোট চারটি মামলা দায়ের করেছেন মিরপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ কামাল আহাম্মেদ মজুমদার।image_95240_0

বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে তিনটি ফৌজদারি মামলা ও প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানহানি হয়েছে মর্মে ক্ষতিপূরণ আদায়ের লক্ষে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন তিনি।

এদিন কামাল আহাম্মেদ মজুমদার নিজে আদালতে হাজির হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলমের আদালতে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান পত্রিকার সম্পাদক আমীর হোসেন এবং উভয় পত্রিকার রিপোর্টার তোফাজ্জল হোসেন রুবেলের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম মামলা তিনটি গ্রহন করে ডিসি ডিবিকে সহকারী পুলিশ কমিশনার পদমর্যারদার একজন  তদান্তকারী কমকর্তাকে নিয়োগ দিয়ে আগামী ২০ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দানের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ শীর্ষ খবর