পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা চালিয়ে পাঁচজনকে হত্যার ১৩ বছর পর হরকাতুল জিহাদ নেতা (হুজি) মুফতি হান্নানসহ ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৪ সেপ্টেম্বর দিন ঠিক করে দেন।
২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই চারজন এবং পরে একজন হাসপাতালে মারা যান।
ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হওয়ার ১৩ বছর পর গত বছর ২৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তারা হলেন- মুফতি আবদুল হান্নান, আরিফ হাসান সুমন, আবদুল হান্নান, মাওলানা সাব্বির, মাওলনা শেখ ফরিদ। তাদের করাগার থেকে আদালতে আনা হয়।
অন্যদিকে, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।