সম্প্রচার নীতিমালা সরকারের রাজনৈতিক নীলনকশা

সম্প্রচার নীতিমালা সরকারের রাজনৈতিক নীলনকশা

মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্যই সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা বলেন, “জাতীয় সম্প্রচার নীতিমালা সরকারের একটি রাজনৈতিক নীলনকশা।”image_95231_0

‘সম্প্রচার নীতিমালা, আইন ও সম্প্রচার কমিশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান।

বৈঠকে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন,“ সম্প্রচার নীতিমালা বিদ্যমান আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিভিন্ন মহল থেকে এ নীতিমালার সমালোচনা করা হচ্ছে। কিন্তু সরকার এতে কর্ণপাত করছে না। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে জাতীয় সম্প্রচার কমিশন গঠনের দাবি জানান তিনি।

বৈঠকে বক্তারা আরো বলেন, “৫ই জানুয়ারির নির্বাচনের পর সরকার বিএনপিকে কোনঠাসা, জামায়াতকে বিভিন্ন মামলায় কাবু ও জাতীয় পার্টিকে ভোঁতা করে রেখেছে। বর্তমানে শুধুমাত্র গণমাধ্যমই সরকারের সমালোচনায় মুখর। আর এই জন্য সরকার টিভি সংবাদ ও সমালোচকদের নিয়ন্ত্রণ করতে জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে। ”

বাংলাদেশ