গাজায় ইসরাইলি হামলায় বৃহস্পতিবার সকালে তিন হামাস নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। দক্ষিণ গাজার রাফায় ওই ইসরাইলি বিমান হামলায় মোট আটজন নিহত হয়।
ইজেদ্দিন আল-কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত নেতারা হলেন মোহাম্মদ আবু শামালা, রায়েদ আল আতর ও মোহাম্মদ বারহুম।
জরুরি সার্ভিসের মুখপাত্র আশরাফ আল-কাদ্রা বলেন, ওই হামলায় চারতলাবিশিষ্ট একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।–ওয়েবসাইট।