সিরাজগঞ্জে যমুনার ভাঙ্গন অব্যাহত

সিরাজগঞ্জে যমুনার ভাঙ্গন অব্যাহত

সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি তেমন না বাড়লেও বৃহস্পতিবার সকালে তা বিপদসীমার ১৭ সন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।image_95229_0

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি গত ২৪ ঘন্টায় দুই সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে যমুনার পানি তেমনটি না বাড়লেও তা স্থিতিশীল রয়েছে।

এদিকে জেলা জুড়ে নদী তীরবর্তী অঞ্চলে যমুনার ভাঙ্গন অব্যাহত রয়েছে।

বন্যার পানিতে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় সিরাজগঞ্জ জেলার শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। চরাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে এ সব অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট।

এ অঞ্চলের মানুষ দুর্বিসহ জীবন যাপন করছে। কাজিপুর উপজেলার শতবর্ষীয় ঢেকুরিয়া হাটের মধ্যে এখন কোমর পানি।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান-বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য বন্যার্ত মানুষের সহযোগিতায় সিরাজগঞ্জ সদরের ৪০ হাজার এবং কাজীপুরে ৫০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হযেছে।

মন্ত্রনালয়ে ২০০ মেট্রিক টন চাল এবং নগদ পাঁচ লাখ টাকা বরাদ্ধের জন্য বার্তা প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ