জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের ডাকা সমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন। জোটনেত্রী খালেদা জিয়ার অংশগ্রহণের কথা রয়েছে।
দুপুর তিনটার দিকে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এর আগে দুপুর ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু সভাস্থলে উপস্থিত থেকে মঞ্চ প্রস্তুতসহ সমাবেশের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন।
৫ জানুয়ারি নির্বাচনের পর ২০ দলীয় জোটের এটাই প্রথম জনসভা।