সফরে পরিবর্তন, কলাপাড়া জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

সফরে পরিবর্তন, কলাপাড়া জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ দিনের সফরে কিছুটা  পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে তিনি কলাপাড়া উপজেলার এমবি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী জেলার নবগঠিত রাঙ্গাবালি উপজেলা থেকে হেলিকপ্টারযোগে শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে কুয়াকাটা হেলিপ্যাডে অবতরণ করেন।

১২টা ২০ মিনিটে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করে ১২টা ৩৬ মিনিটে রাখাইন মার্কেটে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিম সভায় মিলিত হন প্রধানমন্ত্রী।

১২টা ৩৭ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত ১০ মিনিট বক্তব্য রাখেন তিনি।

এরপর দুপুর ১টা ৫ মিনিটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্মিত ১শ’ ১২ শয্যা বিশিষ্ট ‘যুব পান্থ নিবাস’ উদ্বোধন ও কুয়াকাটা পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রী দুপুর ২টা ২২ মিনিটের দিকে হেলিকপ্টারযোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন এবং ২টা ৫০ মিনিটে তিনি কলাপাড়ার এমবি কলেজ মাঠে জনসভার মঞ্চে উপস্থিত হন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ১ দিনের সফরের উল্লেখযোগ্য একটি সূচি ছিল কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কের জনগুরুত্বপূর্ণ ৩টি নদীর উপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন।

কুয়াকাটা থেকে কলাপাড়ায় সড়কপথে প্রধানমন্ত্রীর ওই ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসার কর্মসূচি থাকলেও এবং এ জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হলেও অজ্ঞাত কারণে তিনি সড়কপথে না এসে আকাশ পথে কলাপাড়ায় পৌঁছান।

বাংলাদেশ