‘আদিবাসীদের সঙ্গে জীবজন্তুর মতো আচরণ করা হচ্ছে’

‘আদিবাসীদের সঙ্গে জীবজন্তুর মতো আচরণ করা হচ্ছে’

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, “আদিবাসীদের সঙ্গে চিড়িয়াখানার জীবজন্তুর মতো আচরণ করা হচ্ছে। যখন যেভাবে যে পরিচয় দিয়ে দিতে চায়, সেটাই দিয়ে দিচ্ছে।”image_93979_0

সোমবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে কাপেং ফাউন্ডেশন আয়োজিত আদিবাসী দিবসের এক আলোচনায় এ অভিযোগ তোলেন তিনি।

সন্তু লারমা বলেন, “আদিবাসী শব্দটি নিয়ে যত বেশি টানাটানি করা হবে, আদিবাসীদের সংগ্রাম তত আড়াল হয়ে যাবে।”

সন্তু বলেন, “সংবিধানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী পরিচয় সম্পর্কে সন্তু লারমা বলেন, ‘বাঙালিরাও একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। তবে তারা বৃহত্ গোষ্ঠী। তাদের বৃহৎ নৃ-তাত্ত্বিক গোষ্ঠী বললে কেমন লাগবে?”
এ আদিবাসী নেতা বলেন, “আদিবাসীদের নিয়ে সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আদিবাসীদের জীবনধারাই পল্টে যায়।”

সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, “আদিবাসী শব্দটি ব্যবহার করতে না দেয়ার চেষ্টার মাধ্যমে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করছে সরকার।”

আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, পীর ফজলুর রহমান, ইউরোপীয় ইউনিয়নের ঢাকা কার্যালয়ের প্রতিনিধি গনজালো সেরানো দো লা রোসা, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, মঙ্গল কুমার চাকমা, ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের প্রতিনিধি মিকা কানেরবেভোরি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের এ-দেশীয় পরিচালক স্নেহাল ভি সোনেজি প্রমুখ।

রাজনীতি