রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুঁইয়া শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। একই বিচারকই গতকাল তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিলেন।
আদালতে তার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সনাউল্লাহ মিয়া। গতকাল পর্যন্ত আসামি এ্যানি ও তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া দুজনেই বিদেশে ছিলেন।
পল্টন থানার ১৩(৩)১৩ মামলাটিতে গতকাল (রোববার) চার্জ গঠনের বিষয়ে শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন এ্যানি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক শুনানি শেষে এ্যানিসহ মোট চার জনেরই সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরেই আদালতে এসে আত্মসমর্পণ করেন এ্যানি।
তিনি বলেন, দেশের বাইরে থাকায় গ্রেফতারি পরোয়ানার কথা জেনে কর্মী সমর্থকরা উৎকণ্ঠিত হয়েছেন। সেজন্য জামিন পাওয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। সেজন্যই এলাম।
প্রসঙ্গত, রোববার পল্টন থানার এই মামলাটিসহ একই থানায় দায়ের করা আরো একটি মামলা ও শাহজাহানপুর থানার অপর একটি মামলায় ফখরুল, মওদুদ ও মির্জা আব্বাসসহ বিএনপির ৯০ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে সময় চেয়ে আবেদন করে আসামিপক্ষ।পল্টন থানার ১৩ (৩) ১৩ মামলাটির আংশিক চার্জ শুনানি শেষে বিচারক আদালতে অনুপস্থিত এ্যানিসহ বিএনপির চার নেতার সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রোববার মামলা তিনটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রশিদ হাবিব, গয়েশ্বর চন্দ্র রায় আদালতে হাজির ছিলেন।