সম্প্রচারনীতি প্রণয়নে সরকারকে সতর্ক হতে বললেন সুরঞ্জিত

সম্প্রচারনীতি প্রণয়নে সরকারকে সতর্ক হতে বললেন সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় সম্প্রচার নীতিমালায় প্রণয়নে সরকারকে অত্যন্ত সর্তকতা অবলম্বন করতে হবে। যাতে করে গণমাধ্যমে স্বাধীনতা হরণ না হয়।”image_92974_0

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত শেখ কামালের ৬৫তম জন্মদিন উপলক্ষে স্মরণসাভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আজ সম্প্রচার নীতিমালা মন্ত্রিপরিষদে উঠেছ। কত সরকার এলো গেল সবাই বলে আমরা একটি সম্পচার নীতি তৈরি করে যাব। কিন্তু কেউ সেটা করে না। যে যার সুবিধামতো চালায়। এবার আমরা এটি প্রণয়ন করতে যাচ্ছি, এজন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যেন এর মাধ্যমে গণমাধ্যমের অধিকার হরণ না হয়। “

তিনি বলেন, “গণতান্ত্রিক উপায়ে তাদরে সংবাদ প্রচারের স্বাধীনতা থাকে সেই ব্যাপারে আমদের সতর্ক থাকতে হবে। অপরদিকে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা রোধে কঠোর হতে হবে।”

সাবেক এই মন্ত্রী বলেন, “আমাদের সংবিধানে একটি ধারা আছে যেখানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। মৌলিক অধিকার বাস্তাবায়নে সুযোগ সুবিধা দিতে হবে। তবে সব কিছু আইন দ্বারা নিয়ন্ত্রিত থাকতে হবে।”

এবার ঈদে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার যেভাবে সচেতন ছিল তা সুশানের লক্ষণ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “প্রশাসনের এ ধরনে সুশাসন আগে কখনো দেখা যায়নি।”

ঈদে বাড়ি ফেরার সময় রাস্তায় বা বাড়ির পাশে কোথাও ছিনতাই বা চাঁদাবাজের কোনো ঘটনা ঘটেনি দাবি করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “এবার প্রশাসন এ বিষয়ে খু্বই সচেতন ছিল।”

এছাড়া সরকা্রও জানজট নিয়ন্ত্রণে নীতিগতভাবে ঈদের আগে স্কুল কলেজ বিশ্ববিদ্যাল ছুটি দিয়ে রাজধানীর উপর চাপ কমিয়ে এনেছেন। ছাত্র-ছা্ত্রী ও কর্মচারীরা ঈদের আগে রাজধানী ছাড়ায় রাস্তায় কোনো ভিড় হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমার কাছে মনে হচ্ছে বেগম খালেদা জিয়ার বড় সংকট আন্দোলনের সেনাপতি নির্ধারণ করা নয়। ওনার সংকট হলো রাজনীতিকে পুনঃর্নির্ধারণ করতে হবে। বিশ্বায়নের রাজনীতিতে আধুনিক ও সময় উপযোগীকরে দলকে গড়ে তুলতে হবে। বিংশ শতাব্দীর রাজনীতির মত তার এই হত্যা, হিংসা ও ষড়যন্ত্রের রাজনীতি একুশ শতকে বেমানান। সেটা তাকে পরিহার করতে হবে “

এসময় তিনি বেগম জিয়াকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, “তিনি দেশে ফিরে এসে আওয়ামী লীগকে একত্রিত করেছিল। রাজনীতিকে যুগ উপযোগী করেছিল। আপনার বর্তমান সমস্যা হলো রাজনীতিতে।”

তোবা গার্মেন্টের বিষয়ে সুরঞ্জিত বলেন, “গোটা জাতি যখন আনন্দে মুখর তখন তোবা গার্মেন্ট নামের একটি প্রাতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করছে। মাসের পর মাস কাজ করার পরও তাদের বোনাস তো দেয়া হয়ইনি তাদের বেতনও দেয়া হয়নি ।”

তিনি বলেন, “দীর্ঘদিন পর হলেও আমি গতকাল দেখেছি সরকার এবং বিজেএমইএ একত্রে বসেছে। এই বসা একটা ভালো দিক হলেও এটা আগেও বসা যেত। আগে বসলে এমন কলঙ্গজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না।”

তিনি আরো বলেন, “সেখানে গার্মেন্ট কর্তৃপক্ষ দুই মাসের বেতন দিতে রাজি হয়েছে। বাকি মাসের বেতন আগস্টে দেবে । কিন্তু আন্দোলন কারীরা সেটা মেনে নিতে চায় নি। এ ব্যাপারে উভয় পক্ষকেই আরো সহনশীল হতে হবে।”

প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, “বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। এর আগে আন্দোলন করে সারকারের কিছু করা সম্ভব না।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান, দেশরত্ম পরিষদের সভাপতি রাজীয়া মোস্তফা প্রমুখ।

রাজনীতি