২০১৭ পর্যন্ত ‘বিদ্যুৎ’তের ঝলকানি দেখা যাবে

২০১৭ পর্যন্ত ‘বিদ্যুৎ’তের ঝলকানি দেখা যাবে

কুড়িতম কমনওয়েলথ গেমসে চোটের জন্য ব্যক্তিগত ইভেন্টে নামতে পারেননি জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট৷ তাই বাধ্য হয়েই ৪x১০০ মিটার রিলেতে নেমেছিলেন পৃথিবীর দ্রুততম মানব ৷ রিলেতে ৩৭.৫৮ সেকেন্ডে গেমস রেকর্ড গড়ে কমনওয়েলথে নিজের প্রথম সোনা ছিনিয়ে আনেন তিনি ৷ ছ’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট এখন ২০১৭ পর্যন্ত কেরিয়ার দীর্ঘায়িত করতে চাইছেন৷image_92960_0

এর আগে ২০১৬ রিও অলিম্পিকের পরেই অবসর নেবেন বলে জানিয়েছিলেন বোল্ট ৷ কিন্তু এখন তিনি বলছেন, “আমি সবসময় বলেছি. রিও অলিম্পিকের পরেই অবসর নেব ৷ কিন্তু, অনেকেই বলছেন আমার ২০১৭ পর্যন্ত খেলা উচিত ৷ তাই আমিও ভাবছি ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই কেরিয়ার শেষ করব৷”

চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও আট বারের বিশ্ব চ্যাম্পিয়ন প্রাক্তন স্প্রিন্টার মাইকেল জনসনের প্রসঙ্গ টেনে বোল্ট বলেন, “আমি যখন মাইকেল কে জিঞ্জাসা করেছিলাম, কেন তুমি কেরিয়ারের সেরা ফর্মে থেকে অবসর নিলে, তখন ও আমাকে বলেছিল, আমার সব পাওয়া হয়ে গিয়েছে ৷ নতুন করে আর কিছু পাওয়ার নেই ৷ তাই আমারও মনে হয় যখন সব কিছুই পাওয়া হয়ে যায়, তখন অবসর নিয়ে নেওয়াই উচিত ৷”

প্রসঙ্গত, হ্যাম্পডেন পার্কেও বোল্টের সমর্থনে হাজার হাজার মানুষ গলা ফাটিয়েছেন ৷ যা দেখে অভিভূত হয়ে বোল্ট বলেই ফেলেন তার মনে হচ্ছে তিনি লন্ডন অলিম্পিক্সে রয়েছেন গ্লাসগো কমনওয়েলথে নয়৷ ২০১২ লন্ডন অলিম্পিকে তিনটি সোনা ছিনিয়ে এনেছিলেন ‘বিদ্যুৎ’ বোল্ট ৷ গ্লাসগোতে তাকে সমর্থন করার জন্য দর্শকদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তার ভক্তদের সঙ্গে ‘সেল্ফি’ ও তুলেছেন ৷ অতীতে কমনওয়েথ গেমসকে অত্যন্ত গুরুত্বহীন খেলা বলেছিলেন বলে, বোল্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, গ্লাসগোতে তিনি যাবতীয় সমালোচনা-বিতর্কের উর্ধ্বে উঠে প্রমান করে দিলেন বোল্টেই মজে রয়েছে আপামর স্প্রিন্টের ভক্তরা ৷- ওয়েবসাইট।

খেলাধূলা