জমকালো অনুষ্ঠানে শেষ হলো ২০১৪ কমনওয়েথ

জমকালো অনুষ্ঠানে শেষ হলো ২০১৪ কমনওয়েথ

২৩ জুলাই, এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গ্লাসগোর সেলটিক পার্কে শুভারম্ভ হয়েছিল কুড়িতম কমনওয়েলথ গেমসের ৷ রবিবার হ্যাম্পডেন পার্ক ন্যাশানাল স্টেডিয়ামে ৯০ মিনিটের জমকালো অনুষ্ঠান দিয়ে শেষ হল ২০১৪ কমনওয়েলথ ৷ স্কটল্যান্ডের বিখ্যাত গায়িকা লুলুর গান দিয়ে সমাপণী অনুষ্টানের সূচনা হয় ৷ ২৪০ সদস্যের বিখ্যাত ‘রয়্যাল এডিনবার্গ মিলিটারি ট্যাটু’ ব্যান্ড স্কটিশ পাইপ বাজিয়ে লুলুর গানের সঙ্গে তাল মেলান ৷ লুলুর পর মঞ্চে আসে ডিকন ব্লু ব্যান্ড ৷ সারা পৃথিবী জুড়ে প্রায় ৬০ লক্ষ অ্যালবাম বিক্রী করার নজির রয়েছে এই বিশ্ব বিখ্যাত ব্যান্ডের ৷ প্রায় ৪০ হাজার আসন বিশিষ্ট হ্যাম্পডেন পার্ক স্টেডিয়াম ছিল এদিন কানায় কানায় পরিপূর্ণ ৷সমাপ্তি অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল ‘ অল ব্যাক টু আওয়ার্স ’৷image_92961_0

১১ দিন ব্যাপী খেলার এই মহোৎসবে ৭১ টি দেশের ৪,৭৫০ জন প্রতিযোগি অংশগ্রহন করেছিলেন ৷ ১৮টি খেলায় ২৬১ টি সোনা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছিলেন তারা৷ এদিন কমনওয়েলথের সেরা জিমন্যাস্ট হিসাবে কানাডার ফ্র্যাঙ্কি জোনসকে ডেভিড ডিক্সন পুরস্কারে ভূষিত করা হয়৷ রিদমিক জিমন্যাস্টিকে তিনি একটি সোনা-সহ মোট ছ’টি মেডেল ছিনিয়ে নিয়েছেন ৷ গোটা অনুষ্ঠানেই আতসবাজির প্রদর্শনী আর আলোর রোশনাই ছিল চোখে পড়ার মত ৷ লুলু এবং ডিকন ব্লু ব্যান্ড ছাড়াও স্কটল্যান্ডের অন্যতম সেরা গীতিকার ও সঙ্গীত শিল্পী ডগি ম্যাকলিন মঞ্চ আলোকিত করেন ৷ তার ‘ক্যালিডোনিয়া’ গানটিকে স্কটল্যান্ডের বেসরকারি জাতীয় সঙ্গীত হিসাবে ধরা হয় ৷এদিনও এই গানেই আরও একবার মন জয় করলেন উপস্থিত দর্শকদের৷  এদিন কমনওয়েলথের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক ও কর্মীরাও সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন ৷কমনওয়েলথের স্বেচ্ছাসেবকদের নামকরণ করা হয়েছে ‘স্লাইডে-সাইডার্স’৷ তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় স্থানীয় ব্যান্ড ‘প্রাইড’৷

তবে যার পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে সকলে বসেছিলেন সেই কিলি মিনোগকে দিয়েই যবনিকা পড়ে কমনওয়েলথের৷ রবিবাসরীয় রাতের যাবতীয় লাইম-লাইট তিনিই চুরি করে নিয়েছিলেন ৷ অস্ট্রেলিয়ান এই গায়িকা চলতি বছরেরে মার্চ মাসেই কেরিয়ারের ১২ নম্বর অ্যালবামটি (কিস মি ওয়ান্স) প্রকাশ করেছেন ৷ এদিনও স্ককীয় মেজাজে মঞ্চ মাতালেন তিনি ৷ সাতটি গান পরিবেশন করেন আন্তর্জাতিক এই পপ তারকা ৷ তার বিখ্যাত গান ‘ স্পিনিং অ্যারাউন্ড’ দিয়েই সূচনা করেন৷

অন্যদিকে কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিন্স ইমরান, সফল ভাবে এই বিশাল আয়োজন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান ৷ পাশাপাশি ২০১৮ কমনওয়েথে অনুষ্টিত করার জন্য অস্ট্রেলিয়াকেও আগাম শুভেচ্ছা জানান ৷- ওয়েবসাইট।

খেলাধূলা