ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আমেরিকার নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে বাংলাদেশি আমেরিকানরা। স্থানীয় সময় শনিবার বিকালে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক আমেরিকান বাংলাদেশি শিশু অংশ নেয়।
প্লাকার্ড ও ফেস্টুন হাতে এসব শিশুরা ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলে, এ পৃথিবীতে জন্ম নেয়া প্রত্যেক শিশুর ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু গাজায় ফিলিস্তিন শিশুদের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ বিশ্ব নেতৃবৃন্দ এ ব্যাপারে এগিয়ে আসছে না।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি আমেরিকান এসব শিশু গাজায় ইসরাইলি হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ চেয়েছে। সমাবেশে শিশুরা ইসরায়েলের বিরুদ্ধে নানান স্লোগান দেয়। বিভিন্ন বয়সের ও শ্রেণী-পেশার মানুষ এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে ইসরাইলি বর্বরতার নিন্দা জানান।
বিক্ষোভ সমাবেশের আয়োজক জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা ইসরাইলি আগ্রাসন বন্ধে বিশ্বজনমত গড়ে তোলার আহ্বান জানান।