চীনের ইউনান প্রদেশে রোববারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮১ জনে। আহত হয়েছেন অন্তত ২০০০। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আঘাত হানা ভূমিকম্পে পুরো এলাকা বিধ্বস্ত হয়েছে।
চীনা কর্মকর্তারা রোববার রাতে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, অন্তত ৩৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০০০। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে।
লুদিয়ান এলাকাতেই আহত হয়েছে ১৩০০। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সড়ক, বিদ্যুৎ, টেলিযোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ চালানোর জন্য আড়াই হাজারের বেশি কর্মকর্তা ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সূত্র: সিনহুয়া