ইসরাইলি বর্বরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান

ইসরাইলি বর্বরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান

hasandআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ গাজায় ইসরাইলী বর্বরতা বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে শুধু বক্তৃতা ও বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসকাবের ‘গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকা-ে’র প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। খবর: বাসসের।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের যে দলগুলো ইসলামের কথা বলে রাজনীতি করে- তাদের যেভাবে গাজায় ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ছিল তারা সেভাবে প্রতিবাদ করছে না।

ড. হাছান বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মধ্যে স্বাধানীতা যুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যায় নেতৃত্বদানকরী জামায়াতে ইসলামী এবং আফগান ফেরত মুজাহিদরা রয়েছে।

তিনি বলেন, তারা ইসলামে নারী নেতৃত্ব হারাম বললেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করতে তাদের আপত্তি নাই।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ইহুদী লবী ও তাদের পৃষ্ঠপোষকদের সন্তুষ্ট করার জন্য ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বর্বর হামলার বিরুদ্ধে কান জোরালো ভূমিকা রাখছে না।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভায় সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিক সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মো: রুহুল আমিন, সোহেলী পারভীন মনি ও কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম প্রমুখ।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি