ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগও মাঠে আছে। মাঠের দেখা মাঠেই হবে।’ আজ শনিবার সকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি লন্ডন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘মাঠে নামুক না। মাঠে আওয়ামী লীগ আছে, জনগণ আছে। মাঠের দেখা মাঠেই হবে। ফুটবল মাঠে কে কয়টা গোল দেয়, সেটা সেখানেই দেখা যাবে। নির্বাচনের ট্রেন তো চলে গেছে। এখন তাদের নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। কখন আর একটা ট্রেন আসে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপসি’ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের পর তার সরকার মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এটা দেশের মানুষ উপলব্ধ করছে। কিন্তু মানুষের এই স্বস্তি দেখে কয়েকজন খুশি হয়নি। তিনি বলেন, আমরা মানুষের মধ্যে যে স্বস্তি ফিরিয়ে এনেছি তাতে তাদের ভালো না লাগলেও জনগণের জন্য ভালো, তারা চেয়েছিল গণতন্ত্রকে ব্যাহত করতে। থাইল্যান্ডের মতো পরিস্থিতি সৃষ্টি করতে এবং তাদের গাড়িতে পতাকা তুলতে। ৫ জানুয়ারি নির্বাচন না হলে কি হত? এদেশ থাইল্যান্ডে পরিণত হত। থাইল্যান্ডের অবস্থা এখন কি তা দেখেছেন।’