পথশিশুদের ঈদের পোশাক দিলো রবি

পথশিশুদের ঈদের পোশাক দিলো রবি

মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। জাগো ফাউন্ডেশনের তরুণ সংঘ ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র সহযোগিতায় এ কার্যক্রম চালায় অপারেটরটি।image_91545_0

গত ১ জুলাই থেকে ২৮ বা ৫৮ টাকা রিচার্জ করে সুবিধাবঞ্চিতদের জন্য এই উদ্যোগে অংশগ্রহণ করেন রবির অনেক গ্রাহক।

পোশাক বিতরণের সময় রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, দেশের ৬৪টি জেলাতেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কমপক্ষে ২৫ হাজার নতুন জামা বিতরণ করবে রবি। গ্রাহকদের অংশগ্রহণের ব্যাপারটি পোশাক বিতরণের ক্ষেত্রে বিবেচনায় আনা হচ্ছে না।

ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রেসিডেন্ট করভি রাকশান্দ বলেন, রবির সাথে মিলে এই মহতি উদ্যোগে অংশ নিতে পেরে ভলান্টিয়ার ফর বাংলাদেশর সদস্যরা খুব আনন্দিত। আমরা আশা করছি, এই পোশাকটুই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আবহ বদলে দেবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।

অন্যান্য