সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য এবং বিদেশি লিগে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এ শাস্তির বিরুদ্ধে আপিল করতে এই মুহূর্তে (২০ জুলাই, দুপুরের) বিসিবি অবস্থান করছেন দেশ সেরা এই ক্রিকেট তারকা।
বিসিবিতে তিনি অপারেশন্স কমিটির সাথে বৈঠকে বসেছেন। গত দুই তিন ধরেই সাকিবের আপিল করার গুঞ্জন শোনা গেছে। কিন্তু আসলেই কবে আপিল করবেন তিনি, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যাচ্ছিলো না।
আজ আপিল করতে এসে আগের সব গুঞ্জন বন্ধ করে দিলেন সাকিব নিজেই।
এর আগে গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আপিল করবেন নাকি করবেন না এ নিয়ে আলোচনা করেছেন সাকিব। সে আলোচনায় সাকিবকে আপিল করার পরামর্শ দিয়েছিলেন সভাপতি। এ থেকেই বোঝা যায়, আপিল করলে শাস্তি কমবে তার। কিন্তু শাস্তি কমে কতোদিনে আসবে, তা নিয়ে এখনই কোনো অনুমান করা যাচ্ছে না।
সাকিবের আপিলের পর বোর্ড তার শাস্তির ব্যাপারে পুনরায় সিদ্ধান্ত নিবে।