সাতক্ষীরার তালায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরনে মিম (১১) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটায় তালা উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। সে জালালপুর গ্রামের মৃত রুহুল আমিন গাজীর মেয়ে।
স্থানীয়রা জানান, মিম সকালে বাড়ির উঠানে একটি জর্দ্দার কৌটা দেখতে পেয়ে তা উঠাতে যায়। এ সময় কৌটাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে শিশু মিম। তার আহাজারীতে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। মিমের শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্রিন্টারের ক্ষত বিক্ষত হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা বাড়ির উঠানে বোমাটি ফেলে রেখে যায়। জর্দ্দার কৌটা ভেবে শিশু মিম তা উঠাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।