ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়
আটক ব্যক্তিরা হলেন জাহিরুল ইসলাম (২৫) ও মো. জুয়েল (১৬)। জাহিরুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় ও জুয়েলের বাড়ি হরিপুর উপজেলার মরাধর গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসী জানায়, দুই বাংলাদেশি কয়েক মাস আগে ভারতে গিয়েছিলেন। ঈদ উপলক্ষে দেশে ফেরার জন্য তারা বুধবার সীমান্তের কাছে ভারতের ডাঙ্গিপাড়া গ্রামের একটি বাড়িতে ছিলেন।
ধর্মগড় ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়ার আহমেদ বলেন, “সীমান্তের ৩৭২(৭) এস পিলার থেকে ৯০০ গজ ভেতরে ভারতের ডাঙ্গিপাড়া গ্রাম থেকে শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে তাদের ধরে নিয়ে গেছে।”