প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধের আগুনে বান্ধবীর মুখ পুড়িয়ে দিলেন তরুণী l পাশের গ্রামের এক যুবককে ভালোবাসতেন দুই বান্ধবী৷ দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন্ করে প্রেমিক একজনকেই বেছে নেন ঘরনি হিসাবে৷ এধরনের সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি নন্দকুমার থানার হাফগেড়া গ্রামের আনসুরা খাতুন৷ সোমবার রাতের অন্ধকারে হানা দেয় বান্ধবী মনসুরা খাতুনের বাড়িতে৷ তখন ভাইকে নিয়ে ঘরে শুয়েছিলেন মনসরা৷ সেই সুযোগে বোতলে করে নিয়ে যাওয়া অ্যাসিড জানলা দিয়ে ছুড়ে দেয় আনসুরা৷ যন্ত্রণায় চিৎকার করে ওঠে মনসুরা ও তার ভাই শেখ মতলব৷ দু’জনেরই মুখ এবং শরীর তখন ঝলসে গিয়েছে৷ বাড়ির লোকজন এসে এই অবস্হায় তাদের উদ্ধার করে তমলুক মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ মনসুরার বাবা আনসুরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন৷ যদিও আনসুরা এখনও ফেরার বলে জনিয়েছে পুলিশ৷
পাশাপাশি বাড়িতেই থাকে মনসুরা এবং আনসুরা৷ দুজনেই ছোটবেলা থেকে একে অপরের ঘনিষ্ঠ৷ সবসময় একইসঙ্গে থাকে৷ বেশ কয়েকবছর আগে দু’জনের সঙ্গে আলাপ হয় পাশের গ্রামের শেখ রহিমের৷ শেখ রহিমকে দু’জনেরই ভালো লাগে৷ প্রেম নিবেদন করেন দু’জনেই৷ এই সুযোগে রহিমও গোপনে সম্পর্ক রাখে দু’জনের সঙ্গেই৷ তবে ভালোবাসার পাল্লাটা মনসুরার দিকেই ঝুঁকেছিল৷ বেশকিছুদিন আগে তার সঙ্গে মনসুরারই বিয়ে ঠিক হয়৷
অন্যদিকে আনসুরাও শেখ রহিমকে তার পানিগ্রাহী করবে বলে আশা করেছিল৷ কিন্ত্ত সেই মনোবাসনা পূর্ণ হবে না জেনে বান্ধবীর ওপরেই আক্রোশ গিয়ে পড়ে৷ এরপর দু’জনের মন কষাকষি৷ তারপর মুখ দেখাদেখি বন্ধ৷
ততক্ষণে আনসুরা প্রতিশোধ নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে৷ পাশাপাশি বিয়ে আটকে রহিমকে নিজের দিকে টেনে আনা যায়৷ সব পরিকল্পনার একটাই রাস্তা বুঝে নেয় আনসুরা৷ মনসুরাকে অ্যাসিড মেরে মুখ পুড়িয়ে দিতে পারলেই সেদিক থেকে সরে আসবে শেখ রহিম৷ এরপরই সোমবার রাতকে বেছে নেয় অমোঘ সময় হিসাবে৷ রাতের অন্ধকারে জোগাড় করা অ্যাসিড নিয়ে হাজির হয় বান্ধবীর বাড়িতে৷ ইতিউতি লক্ষ্য করে দেখতে পায় সবাই ঘুমিয়ে রয়েছে৷ ভাইকে নিয়েও অঘোরে ঘুমোচেছ বান্ধবী মনসুরা৷ সেই সুযোগে ছুড়ে মারে অ্যাসিড৷ এরপরই গ্রামছাড়া হয়ে যায় আনসুরা৷ –ওয়েবসাইট।