ভারতে স্মার্টফোনের বিজ্ঞাপনে ১০০ কোটি রুপি খরচ করবে গুগল

ভারতে স্মার্টফোনের বিজ্ঞাপনে ১০০ কোটি রুপি খরচ করবে গুগল

ভারতে স্মার্টফোনের বাজার ধরতে বিজ্ঞাপনের পিছনে ১০০ কোটি রুপি খরচ করবে গুগল৷ কোনো প্রযুক্তি সংস্থার পক্ষে তাদের পণ্যের বিপণনে এত বিপুল পরিমাণ অর্থ খরচ করা একেবারেই নজিরবিহীন৷image_90720_0

দীপাবলির সময় গুগল তার সস্তার স্মার্টফোন ভারতের বাজারে আনবে৷ সেই সময় সংস্থার অ্যান্ড্রয়েড, ক্রোম ও অ্যাপসের দায়িত্বে থাকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করতে পারেন৷ সাড়ে চার ইঞ্চির স্ক্রিন, ডুয়াল সিমের জায়গা, এফএম রেডিও ও এক্সপ্যান্ডেবল মেমরি-সহ হ্যান্ডসেট তৈরির ব্যাপারে মাইক্রোম্যাক্সের সঙ্গে গুগল কাজ করছে৷ অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের জন্য গুগল হাত মিলিয়েছে ইনটেক্স ও সেলকনের মতো হার্ডওয়্যার সংস্থার সঙ্গে৷

সারা বিশ্বে ৫০০ কোটি ডলারের স্মার্টফোনের বাজার ধরতে গুগলের বাজি এখন অ্যান্ড্রয়েড ওয়ান৷ ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশেনের রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের প্রথম তিন মাসে বিক্রেতারা ১.৭৬ কোটি স্মার্টফোন বিক্রি করেছেন৷ ভারতেই স্মার্টফোনের বাজার সবচেয়ে দ্রুত, ১৮৬ শতাংশ হারে বেড়েছে৷

ভারতে মাইক্রোম্যাক্স, কারবন ও স্পাইসের মতো সংস্থা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন তৈরি ও বিক্রি করবে৷ এই সব সংস্থাকে হার্ডওয়্যার দেবে গুগল৷ মোবাইল ফোন কোম্পানিগুলি সফটওয়্যার ও প্রয়োজনীয় আপডেট করে ফোন বিক্রি করবে৷

অর্থ বাণিজ্য আন্তর্জাতিক