জার্মান সাফল্যের মূলে টিম ওয়ার্ক: লাম

জার্মান সাফল্যের মূলে টিম ওয়ার্ক: লাম

রোববার রিও ডি জেনেরোতে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে চতুর্থবার বিশ্বকাপ শিরোপা জয় করায় নিজ দলের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম।image_90567_0

প্রতিপক্ষের গনজালো হিগুয়েইন, মেসি এবং রদ্রিগো প্যালাসিও চমৎকার কয়েকটি সুযোগ পেয়েও এগিয়ে যেতে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা মারিও গোটশে একমাত্র সুযোগ পেয়ে কাজে লাগিয়ে জার্মানির জয় নিশ্চিত করেন।

বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার বলেন, “আমাদের অর্জন অবিশ্বাস্য। আমাদের দলে একক কোনো সেরা খেলোয়াড় আছে কি-না সেটা কোনো বিষয় নয়, আপনার কেবলমাত্র দলগতভাবে ভালো করা দরকার।”

লাম আরো বলেন, “পুরো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি হয়েছে এবং কোনো কোনো সময় আমাদের মতো করে সবকিছু না হলেও আমরা ভেঙে পড়িনি। আমরা কেবলমাত্র আমাদের পথে আকড়ে থাকতে চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আমরাই দাঁড়িয়ে আছি।”

বিশ্বকাপের জয়ের পর নিজেদের অনুভূতি জানাতে গিয়ে জার্মান দলনায়ক বলেন, “এটা অবিশ্বাস্য একটা অনুভূতি। দল সব সময়ই স্থির ও ধৈর্যশীল থেকেছে। আমরা জানতাম শেষ পর্যন্ত ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে।”   -ওয়েবসাইট

খেলাধূলা