বাংলাদেশের কৃষক আমজাদ হোসেনের জার্মানির সমর্থনে তিন হাজার গজ দীর্ঘ পতাকা তৈরির খবর স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে।
ব্রাজিল বিশ্বকাপের মধ্যে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে আমজাদের তৈরি করা পতাকাটির ছবি তোলা হয়েছে।
এদিকে এই সুবিশাল পতাকা তৈরির জন্য আমজাদ হোসেনকে জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দিয়েছে জার্মানি। ঢাকায় জার্মান দূতাবাসের কর্মকর্তারা ফাইনালের আগে গত শনিবার মাগুরার এই কৃষকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। জার্মান দূতাবাস সূত্রেই এই ছবিটি পেয়েছে ফিফা।
জানা যায়, আমজাদের এই ‘পাগলামির’ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবোসের কর্মকর্তাদের নজরে আসে। তখন তারা পতাকাটি দেখতে এবং আমজাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।
জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আসার খবরে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আমজাদের পতাকাটি মাগুরা শহরে আনার ব্যবস্থা করেন।
ঘোড়ামারা গ্রাম থেকে শনিবার দুপুরে আমজাদ মাগুরা শহরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আসেন। গ্রামবাসীই বহন করে আনে লাল-কালো-হলুদের দীর্ঘ এই পতাকা।
সবাই যখন আার্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মত্ত সেখানে আমজাদ কেন মজলেন জার্মান প্রেমে? এ সম্পর্কে আমজাদ জানান, ১৯৮৭ সালে দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেও তিনি কোনো সুফল পাননি। শেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর থেকেই তিনি জার্মানির প্রতি অনুরক্ত।