রিও ডি জেনেরো: ইতালির ডিফেন্ডার চিয়েলিনিকে সুয়ারেজ কামড়েছেন কি না, তা দেখতেই পাননি তিনি। বিতর্ক তৈরি হয়েছিলো তার রেফারিং ঘিরেও। মেক্সিকোর সেই রেফারি সেই মার্কো রডরিগেজই ব্রাজিল এবং জার্মানির মধ্যে সেমিফাইনাল ম্যাচটি খেলাতে চলেছেন বেলো হরিজন্টের এস্তাদিও মিনেইরাওতে। ব্রাজিল বিশ্বকাপের বাকি চারটি ম্যাচের রেফারি তালিকা এদিনই প্রকাশ করেছে ফিফা। তাতে জানানো হয়েছে ব্রাজিল বনাম জার্মানির প্রথম সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন মার্কো রডরিগেজ। চলতি টুর্নামেন্টে রডরিগেজ ইতালি বনাম উরুগুয়ে ম্যাচটি সহ মোট দু’টি ম্যাচ খেলিয়েছেন।
প্রসঙ্গত, ২৪ জুন ইতালির বিরুদ্ধে উরুগুয়ের ম্যাচে ইতালির ডিফেন্ডার জিয়র্জিও চিয়েলিনির কাঁধে কামড়ে দেন সুয়ারেজ। সেই সময় রেফারি তাকে কোনো কার্ড দেখাননি। সতর্কও করেননি। ভিডিও ফুটেজে দেখা গেছিলো রেফারি মার্কো রডরিগেজ সেসময় অন্যদিকে মুখ করেছিলেন। এর ফলে তৈরি হয় বিতর্ক। সেদিন ইতালির ক্লদিও মাসচেরানোকে লালকার্ডও দেখিয়েছিলেন মার্কো। ব্রাজিল-জার্মানি ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে থাকছেন আমেরিকার মার্ক গাইগার। উরুগুয়ে বনাম ইতালি ম্যাচের সময়ও চতুর্থ রেফারি ছিলেন গাইগার। – ওয়েবসাইট।