ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলা চালালো হামাস

ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলা চালালো হামাস

ইসরাইলের ভূখণ্ডের অনেক ভেতরে রকেট হামলা করেছে অধিকৃত ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গত শুক্রবার থেকে চালানো হামলার জবাবে এ রকেট হামলা করা হয়েছে।image_89595_0

অসমর্থিত সংবাদে বলা হয়েছে, আশদোদ শহরে একটি ভবনে রকেট আঘাত হানলে অন্তত এক ব্যক্তি আহত হয়েছে। সোমবার শেষ বেলায় এ সব হামলা চালানো হয়।
হামলার সময়  ইসরাইলের মধ্যাঞ্চলে চরম বিপদ সংকেত প্রদানকারী ‘কোড রেড’ সাইরেন বাজানো হয়। বর্তমান উত্তেজনা সৃষ্টির পর এই প্রথম ইসরাইলে এ জাতীয় সাইরেন বাজাতে হলো।

ইসরাইলের দক্ষিণাঞ্চলে কয়েক মিনিটের মধ্যে বিপুলসংখ্যক রকেট দিয়ে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিবের সেনাবাহিনী। ইসরাইলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে- সন্ধ্যার পর অল্প সময়ের ব্যবধানে হামাস অন্তত ৪০টি রকেট ছুঁড়েছে।

এ হামলার দায়িত্ব স্বীকার করেছে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।–ওয়েবসাইট।

অন্যান্য