লালপুরে অস্ত্রসহ জামায়াত নেতা আটক

লালপুরে অস্ত্রসহ জামায়াত নেতা আটক

লালপুরে দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামে এক জামায়াত নেতা ও ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নান্দরায়পুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।6dssfyw

আটকৃত রফিকুল ওয়ালিয়া ইউনিয়ন পূর্ব জামায়াতের সেক্রেটারি এবং ইউপি সদস্য।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, জামায়াত নেতা রফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় জামায়াত নেতা রফিকুলের সঙ্গে মান্নানের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রফিকুল একটি এক নালা দেশীয় পাইপগান বের করে গুলি করার চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা তাকে অস্ত্রসহ ধরে পুলিশে সোপর্দ করে। তবে পাইপগানে কোনো গুলি ছিল না।

লালপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর পূর্ব বিরোধের জেরে এলাকার কালু, রাশেদ, ইদ্রিসসহ ৫/৬ জন মিলে রফিকুলকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

বাংলাদেশ শীর্ষ খবর