তিন প্রতিষ্ঠানের লভ্যাংশ দেওয়ার সুপারিশ

তিন প্রতিষ্ঠানের লভ্যাংশ দেওয়ার সুপারিশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান তিনটি হলো- আইডিএলসি, ব্র্যাক ব্যাংক এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লি.।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, আর্থিক খাতের আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

ঘোষণা অনুযায়ী এ কোম্পানির শেয়ারহোল্ডারা ১০০টি শেয়ারের বিপরীতে ২৫টি বোনাস শেয়ার পাবেন।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ০৫ টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৪০ দশমিক ২১ টাকা।

গত বছর আইডিএসসি শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ এবং ৬৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ২০টি বোনাস শেয়ার পাবেন।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পূর্বক বিনিয়োগকারীদের জন্য এ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করে।

কোম্পানির এজিএম আগামী ২২ মার্চ সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মার্চ।

৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির কর পরবর্তী মুনাফা ১৮১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় ৫ দশমিক ৫৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ দশমিক ৮০ টাকা।

অন্যদিকে সোনার বাংলা ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ১০০ টাকার শেয়ারের বিপরীতে ১০ টাকা বোনাস পাবেন।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পূর্বক বিনিয়োগকারীদের জন্য এ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করে।

কোম্পানির এজিএম আগামী ৩ মে বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ।

৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ দশমিক ৮৪ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২২ দশমিক ৫৩ টাকা।

উল্লেখ্য, ডিভিডেন্ড ঘোষণার কারণে বৃহস্পতিবার কোম্পানিগুলোর শেয়ারের কোনো মূল্যসীমা থাকবে না।

অর্থ বাণিজ্য