জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে জাতিসংঘ ও আরবলীগ যৌথভাবে সিরিয়া সঙ্কটের মধ্যস্থতাকারী হিসেবে ঘোষণা করেছে।
সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চলমান সহিংসতার সমাপ্তি এবং উদ্ভুত রাজনৈতিক সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য তাকে মনোনীত এ দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও আরবলীগের মহাসচিব নাবিল আলাবি যৌথভাবে এক ঘোষণায় কফি আনানকে মিলিতভাবে এ দুই আন্তর্জাতিক সংস্থার দূত হিসেবে মনোনীত করেন।
শুক্রবার উত্তর আফ্রিকীর রাষ্ট্র তিউনিসিয়ার রাজধানী তিউনিসে সিরিয়া সঙ্কট সমাধানে পশ্চিমা ও প্রতিবেশী আরব দেশগুলোর অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ার আগে সংস্থা দু’টির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এদিকে তিউনিসের এই সম্মেলনে সিরিয়ার দুই আন্তর্জাতিক মিত্র রাশিয়া ও চীন অংশ নিচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া এই সম্মেলন আগেই বয়কট করে। এর পাশাপাশি অপর স্থায়ী সদস্য চীনও এতে অংশগ্রহণে অনীহা জানিয়েছে।
দুটি দেশই এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দেয়। সিরিয়া সঙ্কট সমাধানে আরব ও পশ্চিমা উদ্যোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে এই প্রস্তাবের বিরুদ্ধে দেশ দুটি এ অবস্থান নিয়েছিল।
এদিকে শুক্রবারের বৈঠকে অংশ নিতে যাওয়ার আগে লন্ডনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তারা মূলত এই সম্মেলনে তিনটি বিষয়কে সামনে রেখে এগিয়ে যেতে চান। মানবিক সাহায্য দেওয়া, সিরিয়ার শাসকগোষ্ঠীর ওপর চাপ অব্যাহত রাখা এবং দেশটিতে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রস্তুত করা।
লন্ডনে হিলারি ক্লিনটন তিউনিসে অনুষ্ঠেয় বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমা ও আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।