পোশাক চাহিদার ৪০ শতাংশ পূরণ করে তাঁত শিল্প

পোশাক চাহিদার ৪০ শতাংশ পূরণ করে তাঁত শিল্প

তাঁতশুমারী ২০০৩ হিসাব মতে, দেশে মোট তাঁত ফ্যাক্টরি রয়েছে ১২ হাজার ৮১৯ টি। এই ফ্যাক্টরিগুলোই মোট পোশাক চাহিদার ৪০ শতাংশ পূরণ করে।image_88706_0

মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সদস্য আব্দুল রউফের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।

বস্ত্রমন্ত্রী জানান, এই শিল্পের উন্নয়নে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনটি প্রকল্প ছিল তাঁত শিল্পের উন্নয়নে। প্রকল্পগুলো হলো, তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইনস্টিটিউট ও একটি বেসিক সেন্টার স্থাপন, বিদ্যমান বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রের
বিএমআরইকরণ এবং তাঁত অধ্যুষিত এলাকায় তিনটি সার্ভিস সেন্টার স্থাপন।

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রস্তাবিত প্রকল্পগুলো হলো, বেনারসী পল্লীর উন্নয়নে তাঁত ভবন এবং বেসিক সেন্টার স্থাপন, প্রান্তিক তাঁতীদের জন্য ২১ টি স্থায়ী তাঁত মেলা, বাংলাদেশ তাঁত বোর্ডের ২০ টি বেসিক সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, তিন পার্বত্য জেলায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও নরসিংদী কেন্দ্রে ডিপ্লোমা কোর্স যুগোপযোগী করা।

বাংলাদেশ