ইরাকে সুন্নি জঙ্গিদের দখলে যাওয়া তিকরিত শহরে অভিযান চালিয়ে জঙ্গিদের ছত্রভঙ্গ করে দিয়েছে ইরাকি সেনারা। একইসঙ্গে সেখানে প্রাদেশিক গভর্নরের সদর দফতরও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ দাবি করা হয়েছে।
একইসঙ্গে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলাকালে ৬০ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। জঙ্গিদের এক মুখপাত্র সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের কথা স্বীকার করেছে।
এদিকে, ইরাকে চালকবিহীন বিমান বা ড্রোন মোতায়েন করেছে আমেরিকা।
পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সশস্ত্র ড্রোন মোতায়েন করা হয়েছে। ইরাকের শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিস্তানি দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের তাগিদ দেয়ার পর পরই সশস্ত্র ড্রোন পাঠানোর ঘোষণা দেয় পেন্টাগন।