রোজা শুরু সোমবার

রোজা শুরু সোমবার

শনিবার বাংলাদেশের কোথাও ১৪৩৫ সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। প্রথম রমজান গণনা  শুরু হবে সোমবার।image_88363_0

শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের  ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

রোববার দিনগত রাতে তারাবি নামাজ আদায় ও সেহরি খেয়ে বাংলাদেশের মানুষ রোজা রাখবেন সোমবার। সেই হিসাবে আগামী ২৫ জুলাই হবে শবে কদরের রাত।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় বসে চাঁদ দেখা কমিটির সভা। রাত আটটা পর্যন্ত দেশের কোথাও থেকে চাঁদ দেখার কোনো সংবাদ পায়নি কমিটি।

সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের বলেন, “আজ (শনিবার) দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস রোববার পূর্ণ হবে। সোমবার শুরু হবে পবিত্র রমজান।”

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

বাংলাদেশ