সোমালিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে

সোমালিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত সোমালিয়া বিষয়ক সম্মেলনে অংশগ্রহনকারীরা সোমালিয়ার চলমান সঙ্কট অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমালিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হলে সমগ্র বিশ্বকেই এর পরিণাম ভোগ করতে হবে সতর্ক করে দিয়েছেন তারা।

অংশগ্রহণকারীরা এ সময় সোমালিয়ার গৃহযুদ্ধ ও দেশটির জলদস্যুদের দমনে ব্যবস্থা গ্রহণ করার উপায় নির্ধারণে একমত হন।

সোমালিয়ায় একটি প্রাতিষ্ঠানিক ও স্থিতিশীল সরকার কাঠামো গঠনের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সম্মেলনে একমত হন আন্তর্জাতিক সম্প্রদায়।

আগামী আগস্ট মাসে সোমালিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন ফেডারেল সরকারের মেয়াদ শেষে জনগণের প্রতিনিধিত্বকারী একটি সরকারের হাতে ক্ষমতা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।

বৃহস্পতিবার বৃটেনের রাজধানী লন্ডনে সোমালিয়া সংক্রান্ত এই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী  জেমস ক্যামেরনসহ সোমালিয়ায় স্বার্থ সংশ্লিষ্ট প্রায় ৫০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনের আয়োজক দেশ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিশ্ব সম্প্রদায়কে সোমালিয়ার পুনর্গঠনে সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি সোমালিয়ার সমস্যা সমাধানে সাতটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করেন।

ক্যামেরন বলেন, যারা আল শাবাবের সহিংস পথ প্রত্যাখ্যান করবেন তারা সকলেই রাজনৈতিক গঠন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তিনি সাবেক আল শাবাব যোদ্ধাদের সহিংসতার পথ ছেড়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে অংশ নেওয়ারও আহ্বানও জানান।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, সোমালিয়ার সমস্যা নিরুপণের সময় পার হয়ে যাচ্ছে তবে অবশ্যই এর সমাধান সোমালিয়ার নাগরিকদেরই করতে হবে।

সম্মেলনে অংশ নেওয়া সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদেওয়ালি মোহাম্মদ আলি বলেন, আল শাবাব একটি বৈশ্বিক সমস্যা তাই এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা পালন করতে হবে। সোমালিয়ার প্রেসিডেন্ট শেখ শরিফ আহমেদ আল খলিফাও সম্মেলনে অংশ নেন।

এদিকে সোমালিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াইরত সরকারবিরোধী আল শাবাব যোদ্ধারা লন্ডন সম্মেলনের নিন্দা জানিয়েছেন।

আল শাবাবের একজন কমান্ডার আবু ওমর আব্দুর রহমান বলেন, এই সম্মেলন সোমালিয়ায় বহিঃশক্তিগুলোর অপ্রত্যাশিত হস্তক্ষেপ। এই সম্মেলন সোমালিয়ার পরিস্থিতিকে আরো জটিলতার দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক