ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেছেন, ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক হবে সুদৃঢ়। বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যা রয়েছে এর সমাধান বাংলাদেশের জনগণকেই করতে হবে।
আজ শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা ত্যাগের পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সৈয়দ আকবর এ কথা বলেন। তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সফল হয়েছে।
এর আগে সুষমা স্বরাজ সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান। তারপর তার সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গওহর রিজভী ও মশিউর রহমান। এরপর হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।