রাজধানীর কাফরুল এলাকা থেকে শাফিয়া বেগম নামের ৭০ বছর বয়সির এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
কাফরুল থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে ডি.এন.সি উত্তর কাফরুলের ৯৮ নম্বর বাড়ি থেকে হাত পা বাধা অবস্থায় শফিয়ার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, শাফিয়া বেগমের প্রয়াত স্বামী আব্দুল লতিফ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। তারা ওই বাড়িতে প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন। তার আরো আগে ওই জমিটি তারা খরিদ সূত্রে মালিক হন।
নিহতের এক ছেলে দুই মেয়ে রয়েছে। ছেলেটি অবিবাহিত এবং কিছু দিন আগে একটি বিমানে চাকরি নিয়েছেন। দুই মেয়ের মধ্যে একজন থাকেন ডেমরা এলাকায় তার স্বামীর সঙ্গে। আরেকজন থাকেন সুইডেনে।
পরিবারের লোকজনের ভাষ্য, শাফিয়া বেগমের পরিবারের কোনো শত্রু ছিল না। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না তারা।