দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রি অল, বিদেশে বাংলাদেশের পোশাকশিল্পের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালিয়েছে বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির বাংলাদেশের প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিষয়টি বাণিজ্যমন্ত্রী প্রমাণ করতে পারলে যেকোনো শাস্তি মেনে নেবেন বলেও সাংবাদিকদের জানান এই শ্রমিক নেতা।
জিএসপি ফিরে পেতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রী এর দায় এড়াতে চাইছেন বলে পাল্টা অভিযোগ করেন নজরুল।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, “জিএসপি ফিরে পেতে তিনি আমেরিকায় গেলেন এবং ব্যর্থ হলেন, তাই এই ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপাতে চান।”