আওয়ামী লীগের অনেক অর্জন এখনো বাকি: আশরাফ

আওয়ামী লীগের অনেক অর্জন এখনো বাকি: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “৬৫ বছরে আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে। তবে আরো অনেক অর্জন এখনো বাকি রয়েছে। আমরা বিগত অর্জনের ধারাবাহিকতা রক্ষা করবো, আগামীতে জাতিকে আরো বেশি দেব।”image_87542_0

সোমবার সকাল পৌনে ৮টায় দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, ড. হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, যু্বলীগ চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী প্রমুখ।

সৈয়দ আশরাফ বলেন, “আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যার অতীত সুখ্যাতি রয়েছে। যারা ৬৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগ বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুথান. সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দেয়। এই অর্জনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ গঠিত হয়েছে। ভবিষ্যত্ বাংলাদেশ গঠনেও আওয়ামী লীগ আরো অর্জন করবে।”

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে আরো এগিয়ে যাবে। আগামী প্রজন্ম আওয়ামী লীগকে আরো এগিয়ে নিয়ে যাবে।”

এর আগে সকাল সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি দলীয় সভানেত্রী হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগ আজ বেলা সাড়ে তিনটায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক পর্যন্ত গণশোভাযাত্রার আয়োজন করেছে।

অন্যান্য