ভারী বর্ষণে ভোগান্তি রাজধানীবাসীর

ভারী বর্ষণে ভোগান্তি রাজধানীবাসীর

সোমবার সকাল হতে না হতেই আকাশ কালো করে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তলিয়ে যায় বেশিরভাগ এলাকা। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।image_87552_0

গত কয়েকদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকাল থেকেই মেঘের গর্জনে মুষলধারে বৃষ্টি হয় রাজধানীতে। টানা এই বৃষ্টিতে কাঁঠালবাগান, রামপুরা, মালিবাগ, মিরপুরসহ তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার সকালে বৃষ্টিতে জবুথবু হয়েই কর্মস্থলের উদ্দ্যেশে বের হন সাধারণ মানুষ। বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয় চরম যানবাহন সংকট আর যানজট। গাড়ি না পেয়ে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অফিসগামী মানুষদের।

রাজধানী ঢাকায় সোমবার সকালে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যান্য