সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আজ লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট কমে চার হাজার ৩১২ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৯৫টির এবং অপরির্বতিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- লার্ফাজ সুরমা, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, পেনসুলার, গ্রামীণফোন, আফতাব অটো, মেঘনা পেট্রোলিয়াম, বঙ্গজ, বিএসসিসিএল ও মিথুন নিটিং।
অন্যদিকে, গত বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে চার হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করে।লেনদেন হয় ২৬৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৩৩ কোটি টাকা।