ডলারের বিপারীতে ইয়েনের দাম কমেছে

ডলারের বিপারীতে ইয়েনের দাম কমেছে

গত সাত মাসে এই প্রথমবারের মতো ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম সর্বোচ্চ পর্যায়ে কমেছে। বিশ্ব মুদ্রা বাজারে ইয়েনের শক্তিশালী অবস্থান জাপানের রপ্তানি এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এমন অবস্থার মধ্যে ইয়েনের দাম পড়ে গেল।

গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে ইয়েনের মূল্য কমেছে সর্বোচ্চ ৩ দশমিক ৭ শতাংশ। ইয়েনের মূল্য কমে যাওয়ায় জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের মুনাফা কমে যাচ্ছে। ফলে অনেকে দেশের বাইরে উৎপাদনের চিন্তা করছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ৮০ দশমিক ৩০ ইয়েন থেকে সর্বোচ্চ ৮০ দশমিক ৪০ পর্যন্ত উঠেছে। গত জুলাইয়ের পর ইয়েনের এটিই সর্বোচ্চ দর‌।

এদিকে ইয়েনের এই মূল্যপতনের মূল কারণ হিসেবে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নীতিকে দায়ী করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে বাইরে থেকে ১০ লাখ কোটি ইয়েনের বিভিন্ন সম্পদ কেনার চিন্তা করছে।

এর আগে ইয়েনের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাইরে গাড়ি রপ্তানিতে খরচ বেড়ে যায়। ইয়েনের মূল্য বেড়ে যাওয়ায় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিশেষ করে টয়োটা, হোন্ডা এবং মিতসুবিশি ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয়েছে।

আন্তর্জাতিক