সরকারকে সংলাপে বসার তাগিদ বান কি মুনের

সরকারকে সংলাপে বসার তাগিদ বান কি মুনের

ban ki moonসরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, সংসদের বাইরের বিরোধী দলগুলোকে নিয়ে সংলাপের ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সমপ্রীতি এগিয়ে নেয়া উচিত সরকারকে।

গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ মন্তব্য করেন। জাতিসংঘ মহাসচিবের দপ্তর ও ঢাকায় জাতিসংঘ দপ্তর শনিবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ১৯ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে আবদুল হামিদ ও বান কি মুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মৃত্যুহার কমানো ও চরম দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্য নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানান বান কি মুন। রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিবকে জানান, আগামী সেপ্টেম্বরে জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ শীর্ষ খবর