দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মন্ত্রীর নামে তৈরি হলো মোবাইল অ্যাপ্লিকেশন। ব্যক্তিগত এই অ্যপ্লিকেশনটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। শনিবারের প্রথমভাগে গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসের উপযোগী এই অ্যাপটি।
ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই অ্যাপটি প্রকাশের কথা জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক। অ্যাপটিতে মাধ্যমে প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি কল করে কথা বলা, ভিডিও কল ও ইমেইল পাঠানোর সুবিধা রাখা হয়েছে।
অ্যাপটির হোম স্ক্রিনে তুলে ধরা হয়েছে প্রতিমন্ত্রীর জীবনবৃত্তান্ত। এছাড়া মেনুর মাধ্যমে তার সম্পর্কিত সর্বশেষ খবর, লাইভ ভিডিও, রাজনৈতিক জীবনবৃত্তান্ত, পুরস্কার-সম্মাননা, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিংক ও ফিডব্যাক পাঠানোর সুযোগ রাখা হয়েছে।
পলকের এই অ্যাপটি তৈরি করেছে বাংলাদেশি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ইজি টেকনোলজি। অ্যাপটির সাইজ ১.৪ মেগাবাইট। অ্যন্ড্রয়েড জেলিবিন বা ৪.০ সংস্করণের অপারেটিং সিস্টেমে এটি সচল থাকবে।