সংলাপ কী মামা বাড়ির আবদার : মায়া

সংলাপ কী মামা বাড়ির আবদার : মায়া

Maya_aligসংলাপ প্রসঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কার সংলাপ? কিসের সংলাপ? কাদের সঙ্গে সংলাপ? সংলাপ কী মামা বাড়ির আবদার ! ২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোনো সংলাপ নয়। তবে জাতীয় ইস্যু নিয়ে সংলাপের ব্যাপারে আমরা ভেবে দেখতে পারি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি শামীমকে প্রকাশ্য দিবালোকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। এতেই প্রমাণিত হয় যে, খালেদা জিয়া ঈদ পর্যন্ত অপেক্ষা না করে ঈদের আগেই নতুন হত্যাকান্ডে মেতে উঠেছেন।

তারেক রহমান প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি আইএসআই এর কাছে টাকা খেয়ে দেশের বাইরে বসে দেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানানোর পাঁয়তারা করছেন। তিনি তা করতে পারবেন না।

রাজনীতি