ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্রটির আরো একটি স্তরে গ্যাস পাওয়া গেছে।
এই গ্যাস কূপটি খনন করা হয়েছে রাজউকের পূর্বাচল নতুন শহর এলাকায়।
বাপেক্সের ব্যবস্থা পরিচালক এম এ বাকি এ তথ্য জানিয়েছেন।
১৪ জুন ক্ষেত্রটিতে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। তখন কূপটির তিন হাজার ৬০০ মিটার গভীরে গ্যাস পাওয়া যায়। শনিবার বেলা সোয়া একটায় কূপটির তিন হাজার ৩০০ মিটার গভীরে আরেকটি স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বাপেক্সের ব্যবস্থা পরিচালক এম এ বাকি জানান, গ্যাসের এই নতুন স্তরটি প্রায় ছয় মিটার পুরু। শুরুতেই দুই হাজার ৫০০ পিএসআই (পাউন্ড পার ইঞ্চি) চাপে কূপটি থেকে গ্যাস উঠছে।