আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে গুলি করে হত্যার চেষ্টায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শামীমের চাচা নাসির উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে মামলাটি করেন। এতে তিনজনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর হচ্ছে-১৭।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে গাড়িতে করে যাওয়ার সময় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে তিনজন মোটরসাইকেল আরোহী শামীমকে হত্যা করার উদ্দেশে গুলি করে পালিয়ে যায়।
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন আওয়ামী লীগ নেতা মো. শামীম। তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।