স্টুয়ার্ট ব্রডের হ্যাটট্রিক ও লিয়াম প্লাঙ্কেটের পাঁচ উইকেটে হেডেংলি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে ২৫৭ রানে গুটিয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
ইনিংসের ৬৩তম ওভারের শেষ বলে কুমার সাঙ্গাকারাকে (৭৯) ইয়ান বেলের কটে পরিণত করেন ব্রড। এরপর ৬৫তম ওভারের প্রথম বলে চান্দিমাল (৪৫) ও দ্বিতীয় বলে ইরাঙ্গার (০) উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রড।
ইংল্যান্ডের হয়ে লায়ান প্লাঙ্কেট সর্বোচ্চ পাঁচ উইকেট। এছাড়া ব্রড তিন ও জেমস আন্ডারসন নেন দুই উইকেট।
শ্রীলঙ্কার হয়ে কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৭৯ রান করেন। এছাড়া চান্দিমাল ৪৫, করুনারত্নে ২৮ ও ম্যাথুজ করেন ২৬ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৩৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা। রবসম ২১ ও কুক অপরাজিত রয়েছেন ১৪ রানে। -ওয়েবসাইট