কর্মীদের সাবধান-সতর্ক থাকতে বললেন আওয়ামী লীগ নেতারা

কর্মীদের সাবধান-সতর্ক থাকতে বললেন আওয়ামী লীগ নেতারা

A-ligনেতাকর্মীদের ওপর সম্প্র্রতি হামলার ঘটনায় সবাইকে সাবধানতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

দলটির নেতারা বলছেন, “চলাফেরায় কর্মীরা সাবধান, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কেউ যেন হামলা করতে না পারে।”

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপদি এনামুল হক শামীমের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, “কী উদ্দেশে খালেদা জিয়া আমার ভাইয়ের (এনামুল হক শামীম) ওপর হামলা করেছেন? তিনি কী চান? খালেদা জিয়ার হামলা থেকে বাঁচতে সবাইকে সাবধান, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তবে এ হামলায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত থাকতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, “বিভিন্ন সময় বিএনপির শীর্ষ নেতারা চোরাগোপ্তা হামলার কথা বলছেন। এই হামলার পেছনে তাদের ইন্ধন আছে কি না, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দেখতে পারেন।”

তারেক রহমানকে বাংলাদেশের নষ্ট রাজনীতির হোতা বলেও মন্তব্য করেন হানিফ।

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন ত্রাণ ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

রাজনীতি শীর্ষ খবর