ঈদের পর বিএনপি নামে দলই থাকবে না : মায়া

ঈদের পর বিএনপি নামে দলই থাকবে না : মায়া

maya9রমজান ঈদের পর খালেদা জিয়ার আন্দোলনে নামার ঘোষণা প্রসঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, “ঈদের পর আন্দোলনতো দূরের কথ; বিএনপি বলতে কোনো দলই থাকবে না।”

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দেশরত্ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
‘বিএনপি জামায়াতের কূটনৈতিক অপতৎপরতা: বাংলাদেশের উন্নয়নে অন্তরায়’ শীর্ষক আলোচনা সভায় ত্রাণমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে আরো বলেন, “উনিতো রোজাই রাখেন না, নামাজ পড়েন না। ঈদের পর আন্দোলন করবেন- এটা ওনার পক্ষে সম্ভব না। কারণ খালেদা জিয়ার সঙ্গে তার নিজের ছায়া ছাড়া আর কিছুই নেই। আন্দোলন করার জন্য যে শক্তি ও সাহসের দরকার তার কোনোটাই বিএনপির নেই।”
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া আরো বলেন, “মুসলীম লীগ নামে এখন যেমন দেশে কোনো দল নেই, একই ভাবে ঈদের পর বিএনপি নামক কোনো দল থাকবে না।”
 
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।
রাজনীতি শীর্ষ খবর