রাতই রাজধানীর ময়লা-বর্জ্য স্থানান্তরের উৎকৃষ্ট সময়

রাজধানীর ডাস্টবিনগুলোতে প্রতিদিন জমা হওয়া বর্জ্য স্থানান্তরের জন্য রাতই উৎকৃষ্ট সময়।

শুক্রবার রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের পাশের ডাস্টবিন থেকে ট্রাক ভর্তি করে ময়লা-বর্জ্য অন্যত্র নিয়ে যাওয়ার সময় কর্মরত শ্রমিকরা এ কথা জানিয়েছেন।

এ ব্যাপারে ট্রাক ড্রাইভার রফিক জানান, এসব ময়লা ট্রাকে ভরে মাতুয়াইলের জিঞ্জিরা এলাকার একটি পুকুরে ফেলা হবে। এখানে রাতে মোট ১৫ জন  কাজ করছেন।

এর মধ্যে ট্রাকের ড্রাইভার এবং একজন হেলপার বাদ দিয়ে বাকি ১৩ জন শ্রমিক ময়লা গাড়িতে ওঠানোর কাজ করছেন।

দিনের বেলায় প্রচুর মানুষজন থাকায় বর্জ্য স্থানান্তরে সুবিধা হয় না বলেই রাতে এ কাজ করছেন তারা।

তিনি জানান, গাড়ির প্রতি ট্রিপে ১ হাজার টাকা করে তার গাড়ির মালিক পেয়ে থাকেন। এর মধ্যে তার এবং হেলপারের বেতন রয়েছে।

ঢাকা সিটি করপোরেশনের কাছ থেকে বাবুল সাহেব নামের এক ব্যক্তির কোম্পানি এ ময়লা পরিষ্কার কাজের টেন্ডার পেয়েছেন।

শ্রমিকদের বেতন মাসিক বলে জানান রফিকের। রফিকের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার ভোলামারিতে।

এ ব্যাপারে কর্মরত শ্রমিক আলামিন এবং মজিবর জানান, তারা প্রতিদিন এ অঞ্চলের ময়লা পরিষ্কার করার কন্ট্রাক্ট নিয়েছেন। কতজন শ্রমিক দিয়ে তারা কাজটি করবেন, সেটি তাদের ব্যাপার। তারা মাসিক ৮০ হাজার টাকা পাবেন।

আলামিনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দিতে এবং মজিবরের বাড়ি শেরপুর জেলায়। গত ১২-১৪ বছর ধরে তারা এ কাজ করছেন।

বাংলাদেশ