১২ দিন পর গুহা থেকে জীবিত উদ্ধার

১২ দিন পর গুহা থেকে জীবিত উদ্ধার

jarman_bornগুহার অন্ধকার খাদে টানা ১২ দিন আটকে থাকার পর পৃথিবীর আলো দেখলেন জার্মান নাগরিক জোহান ওয়েসথোচার। আর এটি সম্ভব হয়েছে উদ্ধারকর্মীদের জীবনবাজি রাখা ভালোবাসার কারণেই। প্রাণান্ত প্রচেষ্টায় বৃহস্পতিবার শাসরুদ্ধকর এ অভিযানের সফল সমাপ্তি ঘটে।

বিবিসির খবরে বলা হয়, গত ৮ জুন গুহায় আরোহণে বের হবার সময় ওয়েসথোচার অস্ট্রীয়ার সীমান্তবর্তী ঐ গভীরতম গুহায় পাথর ফসকে পড়ে যান। এসময় তার সাথে আরো ২ সহযাত্রী ছিলেন। তারাই এখবর বাইরে প্রচার করেন। তাদের সংবাদে ওয়েসথোচারকে উদ্ধার করতে আন্তর্জাতিক উদ্ধার দল তাদের মিশন শুরু করে।

তাকে উদ্ধারের এ মিশনটি মোটেও সহজ কোন কাজ ছিলো না। ৬০০ ফুট গভীর এই গুহাটিতে ছিলো সংকীর্ণ পথ। চিকিৎসার জন্য সার্বিক তত্ত্বাবধানে ছিলো দুই চিকিৎসক। উদ্ধারের পূর্ব মুহূর্তে সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসক দল প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

ওয়েসথোচার একজন পেশাদার পর্বতারোহী। এর আগে অন্যদের সহযোগিতায় ১৯৯৫ সালে তিনি এ গুহা আবিস্কার করেন। আর এর নাম দেয়া হয় ‘রাইসেন্ডিং’ অর্থাৎ দৈতাকৃতি গুহা।

আন্তর্জাতিক